ঈদের ছুটিতে নাফাখুম বাতিল করে মন খারাপ করে ঈদের প্রহরের অপেক্ষায় আছি। সিদ্ধান্ত নিয়েছি এবার ঈদের ছুটিতে কোথাও যাব না। মন কেন যেন মানছিল না। হঠাৎ একদিন এক বন্ধুর ফোন। জানালো ঈদের পর দিন সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওর যাচ্ছে তারা, আমি যাব কিনা? ভাববার সময় পাইনি, রাজি হয়ে গেলাম।
হাওর ভ্রমনের কিছু ছবি আজ শেয়ার করতে বসলাম।
হাওর ভ্রমনের কিছু ছবি আজ শেয়ার করতে বসলাম।
![]() |
ট্যাকের ঘাট যাবার পথে নৌকা থেকে নেয়া পানির নিচের শ্যাওলা ১ |
![]() |
ট্যাকের ঘাট |
![]() |
ট্যাকের ঘাট যাবার পথে |
![]() |
ট্যাকের ঘাট |
![]() |
গুধূলি বেলায় টাংঙ্গুয়া |
![]() |
টাঙ্গুয়াতে পূর্ণিমা ১ |
![]() |
ট্যাকের ঘাট যাবার পথে নৌকা থেকে নেয়া পানির নিচের শ্যাওলা ২ |
![]() |
অনেক দিন পর ভোর দেখা |
![]() |
বারেক টিলায় আসতে আসতে রাত নেমে এলো |
![]() |
টাঙ্গুয়াতে পূর্ণিমা ২ |
![]() |
হিজলের সারি |
![]() |
হিজলের সারি |