খাগড়াছড়ির আলু-টিলার প্রকৃতিক গুহায় এক মূহুর্ত

আজকের এই ছবি গুলো মূলত রিছাং ঝর্ণায় যাবার আগে তোলা। সকালে আলু-টিলা পর্যটন এলাকা ঘুরে বেড়িয়ে আমরা রিছাং গিয়েছিলাম। খাগড়াছড়ি থেকে লোকাল বাসে করে সকালে ১০ টাকা করে টিকেট কেটে আমরা আলু-টিলায় প্রবেশ করে ছিলাম। গুহার অন্ধকারে তেমন কোন ছবি তোলা হয়নি আমার। যখন গুহার শেষ প্রান্তে চলে এসেছি তখন কিছু ছবি তুলেছি।


-: আলু-টিলার প্রকৃতিক গুহা :-



গুহার ভিতরে অন্ধকার




অন্ধকারে ঝরে পরছে আলো



গুহা থেকে উপরে উঠে আসবার পথে



আলোর মিছিলের সংঙ্গি

আলোকের পথে আলোক সন্ধানী

------------------------------------------------------------------------------------

অন্ধকারে থেকে আমি আলোর পথ খুঁজি
জানি আজ নয়ত কাল
কেটে যাবে হৃদয়ের নীল আধাঁর
তখন আর বিষাক্ত জোনাকিরা 
দেবে না আর কালচে রঙ এর আলো...
------

1 comments:

FaysaL said...

ছবিগুলি দেখে স্মৃতি আবার সতেজ হলো|

Post a Comment

 

আমার স্বপ্ন দুয়ার Design by Insight © 2009